রাজশাহী-৬ আসনে নৌকার মনোনীত আলহাজ্ব শাহরিয়ার আলমের মনোনয়ন দাখিল
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন | সারাদেশ

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহরিয়ার আলম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার এর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমাদানকালে ইউএনও’র কার্যালয়ে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,সরকারি শাহদৌল্লা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা আ’লীগের সহ সভাপতি আমজাদ হোসেন নবাব,আড়ানী পৌর মেয়র মুক্তার আলী,অবস:প্রাপ্ত শিক্ষক ওহিদুর রহমান,আ’লীগ নেতা আজিজুল আলম প্রমুখ।
এ ছাড়া হাজার হাজার নেতাকর্মী ও সাধারন ভোটারাও বাহিরে অবস্থান করছিল উপজেলা চত্তরে।
উল্লেখ্য,গত রোববার (২৬নভেম্বর)আ'লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬( চারঘাট-বাঘা) আসনে নৌকার প্রার্থী হিসেবে শাহরিয়ার আলমের নাম ঘোষণা করেন। এ নিয়ে টানা চতুর্থ বার আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন পেলেন শাহরিয়ার আলম। তিনি সর্বপ্রথম মনোনয়ন পান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকের জাতীয়তাবাদী দল ( বিএনপি)'র মনোনীত হ্যাভিওয়েট প্রার্থী আজিজুর রহমান কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সাল যথাক্রমে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ জয় লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পর পর দুই মেয়াদে সফল ভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।